বাড়ির প্রাঙ্গণে খেলাধুলো করছিল একটি বিড়াল। হঠাৎ বেড়া ডিঙিয়ে সেখানে ঢুকে পড়ল একটি বিশাল ভালুক। বিড়ালকে ভয় দেখাতে এগিয়ে যাচ্ছিল সে। কিন্তু বিড়ালের কাণ্ড দেখে নিজেই সেখান থেকে দিল দৌড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘অ্যানিম্যালজ়.গ্রাম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়েছে একটি ভালুক। সেখানে খেলা করছিল একটি বিড়াল। তার দিকে এগোতে গিয়েও এক পা করে পিছিয়ে যেতে শুরু করে ভালুকটি। বিড়ালটি হঠাৎ তাড়া করতে শুরু করে ভালুকটিকে।
বিড়ালের তাড়া খেয়ে ভয় পেয়ে যায় ভালুকই। ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিয়ে বেড়া টপকে আবার জঙ্গলের দিকে চলে যায় সে। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আসলে বিড়ালের এলাকায় ভালুক ঢুকে পড়েছিল। তা একেবারেই পছন্দ হয়নি বিড়ালের। তাই দিয়েছে তাড়িয়ে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বিড়ালের সাহসের বলিহারি!’’