খেতের মধ্যে মাটি নিয়ে খেলা করছিল এক খুদে। তাকে দেখে তেড়ে এল একটি ষাঁড়। শিং দিয়ে বাচ্চাটিকে সবেমাত্র গুঁতো মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে ‘রক্ষক’ হিসাবে সেখানে হাজির হল একটি গরু। বালকের প্রায় উপরেই ঝাঁপিয়ে পড়ল সে। ফলে গরুর পেটের তলায় ঢাকা পড়ে গেল বালকটি। ষাঁড়টিও আর আক্রমণের সাহস পেল না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নিখিল চৌধরী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বালক মাটি নিয়ে খেলা করছে। বেড়া দেওয়া খেতের মধ্যে ছিল একটি ষাঁড় এবং গরু। খেতের মধ্যে বালকটিকে খেলতে দেখে সে দিকে তেড়ে যায় ষাঁড়টি। শিং দিয়ে ওই বালকটিকে গুঁতো মারার জন্য এগিয়ে গেল ষাঁড়টি। কিন্তু সেই সময় ঝাঁপিয়ে পড়ল গরুটি।
ষাঁড়টি যেন খুদের নাগালও না পায়, তাই খুদেকে ঘিরে দাঁড়িয়ে তাকে আড়াল করে ফেলল সে। ষাঁড়টিও আর আক্রমণ করার সাহস পেল না। মাটি নিয়ে খেলতে খেলতে বালকটি এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছিল যে, ষাঁড়টিকে দেখতেই পায়নি। গরুটি তাকে আড়াল করায় মাথায় ধাক্কা লেগে নীচে পড়ে যায় সে। বিপদ বুঝে বালকটিকে উদ্ধার করতে সেখানে ছুটে যান এক ব্যক্তি। ষাঁড়টিকে সেখান থেকে সরিয়ে বালকটিকে নিয়ে খেত থেকে বেরিয়ে যান তিনি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘গরুটি শিশুটিকে রক্ষা করে আনুগত্যের পরিচয় দিল।’’