জলের তলায় সাঁতার কেটে কেটে এগিয়ে যাচ্ছে একটি জেলিফিশ। কিন্তু তার ঘাড়ে কাজের বিশাল চাপ। জেলিফিশের মাথায় চেপে বসেছে একটি কাঁকড়া। কাঁকড়াটিকেই ‘লিফ্ট’ দিতে ব্যস্ত সেই জেলিফিশটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি জেলিফিশকে নিজের বাহনে পরিণত করেছে এক কাঁকড়া। জলের তলায় সাঁতার কেটে যাচ্ছে একটি জেলিফিশ। তার উপর সওয়ার হয়েছে কাঁকড়াটি। জেলিফিশের মাথার উপর একেবারে চেপে বসে পড়েছে সে। ‘বাহনে’ চেপে আনন্দ আর ধরে না কাঁকড়াটির।
সামনের দুই দাঁড়া নাড়তে নাড়তে নেচে চলেছে সে। জেলিফিশটিও সানন্দে বহন করছে কাঁকড়াটিকে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘জলের তলায় ট্যাক্সি ভাড়া করে নিয়েছে কাঁকড়াটি।’’ আবার এক জন লিখেছেন, ‘‘ভারী মজা পেয়েছে কাঁকড়াটি। বিনামূল্যে পরিষেবা নেওয়ার আনন্দে নেচে উঠেছে।’’