জলাশয়ের ধারে একটি পাখি গুটি গুটি পায়ে ঘোরাফেরা করছিল। তা দেখে চুপি চুপি পাখিকে আক্রমণ করল মস্ত বড় একটি সাপ। পাখিটি ওড়ার চেষ্টা করতে লেজ দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলল তাকে। পাখির প্রাণবায়ু সবেমাত্র বার হয়ে এসেছে, ঠিক সেই মুহূর্তেই পাখির উপর ঝাঁপিয়ে পড়ল একটি কুমির। সাপ-সহ পাখিটিকে টেনে জলাশয়ে নামল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইয়ংপেজভিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কুমির জলাশয় থেকে ঝাঁপ দিয়ে পাখির গায়ে কামড় বসাল। কিন্তু সেই পাখিটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল একটি সাপ। কুমিরটি পাখিটিকে নিয়ে জলাশয়ের দিকে নামতেই সাপটিও উপরে উঠে গেল।
পাখির দেহ থেকে নিজের কুণ্ডলী ছাড়াতে পারল না সাপটি। ফলে পাখির সঙ্গে সাপটির গায়েও কামড় বসিয়ে ফেলল কুমিরটি। সাপের শিকারে পরিণত হওয়ার ফলে পাখিটি আগে থেকেই মৃত ছিল। কিন্তু জ্যান্ত সাপটি তার নিজের শিকারের সঙ্গেই অন্যের শিকারে পরিণত হল। ছটফট করলেও কুমিরের হাত থেকে আর ছাড়া পেল না সে।