ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পথচারীরা। তাঁরা ভাল রয়েছেন কি না তা খোঁজ নেওয়ার দায়িত্ব নিয়েছে একটি কাক। পথের ধারে দাঁড়িয়ে সকলের হালহকিকত জিজ্ঞাসা করছে সে। তা-ও আবার ইংরেজি ভাষায়! সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কাক এক জন পথচারীর সঙ্গে কথা বলছে। ইংরেজি ভাষায় তরুণী পথচারীকে তার প্রশ্ন, ‘‘ম্যাম, আপনি ভাল আছেন তো?’’ কাকের স্পষ্ট উচ্চারণ শুনে অভিভূত হয়ে যান পথচারী। কাকটিকে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘‘আমি ভাল আছি। তোমার কী খবর?’’
This is Mourdour, an African Pied Crow in the UK casually asking passers by if they’re alright pic.twitter.com/KMljTt7WQT
— Nature is Amazing(@AMAZlNGNATURE) May 4, 2025
তরুণীর প্রশ্ন শুনে কাক বলে ওঠে, ‘‘আমিও ভাল আছি।’’ জানা গিয়েছে, এই ঘটনাটি নাকি ব্রিটেনে ঘটেছে। আফ্রিকান পায়েড ক্রো প্রজাতির এই কাকটির নাম মরডোর। স্থানীয়দের একাংশের দাবি, ইংরেজি ভাষায় কথা বলতে পারে কাকটি। তবে ভিডিয়োটি দেখে সন্দেহ প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘ক্যামেরার অন্য প্রান্ত থেকে কেউ কথা বলছে নিশ্চয়ই। কাক কি সত্যিই এত ভাল ইংরেজি বলতে পারবে?’’