পাহাড়ের কোলে ঘর এক ব্যক্তির। বাড়ির বাইরে ঘোরাফেরা করছে তার পোষ্য বিড়াল। হঠাৎ জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই হেসে কুটিকুটি অবস্থা হল বিড়ালের মালিকের। পাহাড় থেকে নেমে তাঁর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এক হরিণ। মনের সুখে বিড়ালটিকে আদর করছে সে। বিড়ালটিও পরমানন্দে সেই আদরে ডুবে রয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অ্যাকিউওয়েদার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হরিণ জিভ দিয়ে ক্রমাগত একটি বিড়ালের মাথা চেটে যাচ্ছে। বিড়ালটিও কোনও আপত্তি জানাচ্ছে না। মন ভরে হরিণের কাছে আদর খাচ্ছে সে-ও। আদর খেতে খেতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে বিড়ালটির।
হরিণটিও মাথার পাশাপাশি বিড়ালের ঘাড় ধরেও চাটতে শুরু করল। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক আবার বিড়ালের কাণ্ড দেখে মজা করে লিখেছেন, “বিড়ালটি আদর খেতে খেতে বিভোর হয়ে গিয়েছে। চোখ বুজে অন্য দুনিয়ায় চলে গিয়েছে যেন!”