কাঠের টেবিলের উপর চোখ গোল গোল করে বসেছিল একটি বাঘের ছানা। তার সামনে ক্যামেরা ধরেছিলেন এক ব্যক্তি। অবাক নয়নে সেই ক্যামেরার দিকে তাকিয়েছিল ব্যাঘ্রশাবক। মাঝেমধ্যে আবার ডেকেও উঠছিল সে। কিন্তু বাঘের মুখে এ কিসের ডাক! তার গলা দিয়ে যে পাখিদের মতো আওয়াজ বেরোচ্ছে! সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঘের ছানা কাঠের টেবিলের উপর বসে রয়েছে। গলা উঁচু করে কিছু ক্ষণ পর পর ডেকে যাচ্ছে সে। কিন্তু তার গলা থেকে যেন অবিকল পাখির ডাক বেরোচ্ছে।
আসলে, ব্যাঘ্রশাবকটি বয়সে খুবই ছোট। এত অল্প বয়সে তার ডাকও ভাল ভাবে ফুটে ওঠেনি। তাই এত মিহি স্বরে ডাকছে সে। ডাকতে ডাকতে অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে পড়ল বাঘের ছানা। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালবাসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী মিষ্টি দেখতে বাঘের ছানাটি! দেখেই আদর করতে ইচ্ছা করছে।’’