ট্র্যাফিক সিগনালে লাল বাতি জ্বলে উঠেছে। রাস্তায় সমস্ত গাড়িঘোড়া থেমে গিয়েছে। তবুও রাস্তা পার করতে সাহস পাচ্ছে না একটি কুকুর। ট্র্যাফিকের নিয়ম সমস্তই মনে হচ্ছে গুলে খেয়ে ফেলেছে সে। তাই রাস্তা পার করার আগে রাস্তার দু’দিকে ঘাড় ঘুরিয়ে দেখল কুকুরটি। তার পর সকলের সঙ্গে রাস্তা পার করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এসএল.রোমিং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কুকুর রাস্তা পার করছে। ট্র্যাফিক সিগনালে লাল আলো জ্বলে যাওয়ায় সব গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। এক তরুণের সঙ্গে স্কুটারে চেপে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ সেই কুকুরটির দিকে নজর পড়ে তাঁর। ফোনের ক্যামেরা চালু করে কুকুরের হাবভাব রেকর্ড করতে থাকেন তিনি। কুকুরটি এক বার বাঁ দিকে, এক বার ডান দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়।
তবুও রাস্তা পার করে না সে। তার পর যখন অন্য পথচারীরা একসঙ্গে রাস্তা পার করতে শুরু করেন, তখন সেই ভিড়ে ঢুকে পড়ে সকলের সঙ্গে রাস্তা পার করে কুকুরটিও। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ঘটনাটি শ্রীলঙ্কায় ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা চালু হয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘কুকুরটি রাস্তা পার হওয়ার জন্য কী কী সাবধানতা অবলম্বন করা হয় তা-ও জানে।’’