সময় হয়ে গিয়েছে। আর কিছু ক্ষণের মধ্যে ঘোড়াগুলি দৌড়তে শুরু করবে। তাই টেবিলের সামনে গিয়ে টেলিভিশনের পর্দায় চোখ লাগিয়ে রেখেছে একটি পোষ্য কুকুর। ঘোড়ার রেস শুরু হতেই লেজ নাড়িয়ে লাফাতে শুরু করল সে। যেন সে-ই ঘোড়াদের ‘চিয়ারলিডার’। সমাজমাধ্যমে এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘হ্যাপিডগোওয়ার্ল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, টিভির সামনে বসে পোষ্য কুকুরের কাণ্ডকারখানা গোপনে ক্যামেরাবন্দি করছেন তার মালিক। ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখে জানান যে, তার পোষ্য ঘোড়ার রেস দেখতে খুবই পছন্দ করে। ঘোড়ার দৌড় দেখার সময় হাবভাবও বদলে যায় তার পোষ্যের।
টেলিভিশনের স্ক্রিনে দেখা যাচ্ছে যে, ঘোড়াগুলি দৌড়নোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কুকুরটিও খুব স্থির ভাবে টিভি স্ক্রিনের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে। টিভির নীচে রয়েছে একটি টেবিল। সেখানে সামনের দুই পা তুলে মন দিয়ে টিভি দেখছে কুকুরটি। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঘোড়ার দৌড়ও শুরু হয়ে যায়।
সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে হয়ে পড়ে শান্ত পোষ্যটি। টেবিলের উপর পা তুলে অনবরত লেজ নাড়তে থাকে সে। তার পর সামনের দুই পায়ে ভর দিয়ে লাফ দিতে শুরু করে কুকুরটি। তাকে দেখে মনে হয় যে, টিভির এ পার থেকে ঘোড়াগুলিকে আরও জোরে দৌড়নোর জন্য উৎসাহ দিচ্ছে সে।