দুবাইয়ের পর এ বার মিশর। মহিলা যাত্রীকে স্পর্শ করা এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলার অভিযোগ উঠল এক ক্যাবচালকের বিরুদ্ধে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিনের বাসিন্দা ওই মহিলা মিশরে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই এক ক্যাবচালকের কাছে তাঁকে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ। সেই ঘটনা গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন চিনা তরুণী। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিনা পর্যটক তরুণীকে হয়রান করছেন মিশরীয় ক্যাবচালক। মহিলা যাত্রীকে আপত্তিকর ভাবে স্পর্শ করার পাশাপাশি ‘গুগ্ল ট্রান্সলেটর’ ব্যবহার করে তাঁকে বাড়ি যাওয়ার প্রস্তাব দিতে দেখা গিয়েছে ওই চালককে। তরুণী ক্রমাগত প্রত্যাখ্যান করা সত্ত্বেও ওই চালক তাঁর সঙ্গে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা চালাতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ঘটনাটি কবে ঘটেছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম ‘জার্প মিডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ওই ক্যাবচালককে গ্রেফতার করে পুলিশ। তিনি মত্ত হয়ে ওই কাণ্ড ঘটিয়েছিলেন বলেও খবর। চিনা তরুণীকে ক্যাবচালকের হেনস্থা করার ভিডিয়োটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘এলশাই.ইজি’ থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি বহু বার শেয়ার হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে ক়়ড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। মহিলার প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে বিশদে জেনে নিতে হয়। না হলে এ রকম জঘন্য লোকের পাল্লায় পড়তে হবে।’’