স্বামী-স্ত্রী দু’জনে একসঙ্গেই মেট্রোয় উঠেছেন। দু’জনের বয়সই ষাটের গণ্ডি পার করে ফেলেছে বলে একনজরে মনে হয়। মেট্রোয় উঠে ফাঁকা আসন পেয়ে দু’জনেই পাশাপাশি বসলেন। কিন্তু সফরে বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বৃদ্ধা। তাই স্বামীর কোলে মাথা রেখে, হাঁটু মুড়ে শুয়ে পড়লেন তিনি। বৃদ্ধ স্বামীও স্ত্রীকে আগলে রেখে চুপচাপ বসে রইলেন। সম্প্রতি সমাজমাধ্য়মের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইরফান_আনসারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রোয় পাশাপাশি বসে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। স্বামীর কোলে মাথা রেখে মেট্রোর আসনে পা তুলে, হাঁটু মুড়ে শুয়ে পড়েছেন বৃদ্ধা। তিনি যেন কোনও ভাবে বেসামাল হয়ে পড়ে না যান, সে দিকে খেয়াল রেখেছেন বৃদ্ধ।
এক হাত দিয়ে জড়িয়ে রেখেছেন স্ত্রীকে। বৃদ্ধাও সেই ভরসা পেয়ে নিশ্চিন্তে স্বামীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এই ঘটনাটি দিল্লির মেট্রোয় ঘটেছে। বৃদ্ধ দম্পতির উল্টো দিকের আসনে বসে থাকা কোনও এক সহযাত্রী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের অধিকাংশ তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।