গাছের উঁচু ডালের দিকে নজর পড়েছিল মস্ত বড় দাঁতালের। কিন্তু কোনও ভাবেই তার নাগাল পাচ্ছিল না সে। এ দিকে গাছের ডাল চিবিয়ে খাওয়ার জন্য মন চঞ্চল হয়ে উঠেছে তার। তাই উপায় না দেখে খাবারের লোভে মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে পড়ল সে। তার পর সামনের পা দু’টি তুলে গাছে চড়ল হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি দাঁতাল মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে গাছে চড়ার চেষ্টা করছে। পিছনের দু’পায়ে ভর দিয়ে সামনের দুই পা গাছের গুঁড়িতে চাপিয়ে দিল হাতিটি।
তার পর শুঁড় তুলে গাছের উঁচু ডালের দিকে বাড়াল সে। শুঁড় দিয়ে গাছের ডালটি ভেঙে তার পর আবার চার পায়ে দাঁড়িয়ে পড়ে হাতিটি। মনের সুখে গাছের ডালটি চিবোতে শুরু করে সে। ভিডিয়োটি দেখে হাসির রোল বয়ে যায় নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিও যে গাছে চড়ে তা প্রথম দেখলাম। সবই খাবারের লোভে করেছে দাঁতালটি।’’