পিঠে ব্যাগ, পরনে ইউনিফর্ম। তিন চাকার সাইকেলে চেপে স্কুল যাচ্ছে ছোট্ট মেয়েটি। বাবা-মায়ের পাশাপাশি তাকে সঙ্গ দিতে হাজির হয়েছেন ব্যান্ড পার্টির সদস্যেরা। মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে। তাই সেই দিনটি স্মরণীয় করে রাখতে ব্যান্ড পার্টির সঙ্গে উৎসবের মেজাজে স্কুলের সামনে হাজির হলেন মেয়ের বাবা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ছোট্ট মেয়ে তিন চাকার সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ব্যান্ড পার্টির লোকেরা বাজনা বাজাতে বাজাতে হাঁটছেন মেয়েটির পিছনে। সঙ্গে রয়েছেন ওই খুদের বাবা-মাও।
প্রথম দিন মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করেছেন তার বাবা। স্কুলের সামনে গিয়ে থেমে যান সকলে। তিন চাকার সাইকেল থেকে নেমে পড়ে বাচ্চা মেয়েটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ তাঁর মেয়েকে খুবই ভালবাসেন। এই ছোট ছোট দিনগুলিও উদ্যাপন করছেন।’’