কাঠের পাটাতনের তলায় শুয়ে নিজের ডিম আগলে রেখেছিল একটি মস্ত বড় অজগর। এক তরুণ সেখানে গিয়ে অজগরের ডিমগুলি সংগ্রহ করতে শুরু করেন। ক্যামেরার দিকে তাকিয়ে কথাও বলছিলেন তিনি। তত ক্ষণে তরুণের ডিম ‘চুরি’ করা টের পেয়ে গিয়েছে অজগরটি। তার ডিম সরাচ্ছে দেখে রেগে লাল হয়ে গেল সে। তরুণের গালে কামড় বসিয়ে দিল অজগরটি। কামড় খেয়ে তাড়াতাড়ি সেখান থেকে সরে গেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জেপ্রিহিস্টোরিকপেট্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি অজগর তার ডিম আগলে শুয়ে রয়েছে। সেখান থেকে অজগরের ডিম তুলে সংগ্রহ করছেন এক তরুণ। ক্যামেরার দিকে তাকিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলছেন তিনি। তরুণের কাণ্ডকারখানা দেখে খেপে গেল মা অজগর। তরুণকে কামড়ানোর চেষ্টা করল সে।
তরুণ অন্যমনস্ক থাকায় তা খেয়াল করেননি। দ্বিতীয় বার ফণা তুলে আরও এগিয়ে গেল অজগরটি। তরুণের গালে কামড় বসানোর চেষ্টা করতে সেখান থেকে তাড়াহুড়ো করে সরে পড়লেন তরুণ। টুপি পরে থাকার কারণে অজগরের কামড় থেকে রক্ষা পেলেন তিনি। তার পর নানা ভাবে অজগরটিকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তরুণ। ভিডিয়োটি পোস্ট করে তরুণ জানান যে, তিনি সুস্থ রয়েছেন। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণের সত্যিই সাহস রয়েছে। অজগরের ডেরায় ঢুকে কী সহজ ভাবে তার ডিম সরিয়ে নিচ্ছেন!’’