উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার একটি ইটভাটা। সেখানে প্রতি দিনের মতো কাজ করতে এসেছিলেন শ্রমিকেরা। তাদের ব্যস্ততার মাঝেই নজর এড়িয়ে সেখানে ঢুকে পড়ে এক চিতাবাঘ। ইটভাটায় কর্মরত এক যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র প্রাণীটি। ভয় পেয়ে বা ঘাবড়ে না গিয়ে খালি হাতেই চিতাবাঘটির সঙ্গে সমানে লড়াই চালিয়ে যান তরুণ শ্রমিক। মানুষ বনাম চিতাবাঘের সেই লড়াইয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। চিতাবাঘের মতো ক্ষিপ্র জানোয়ারের সঙ্গে লড়ে তাকে পরাজিত করার জন্য অনেকেই তরুণের সাহস ও শক্তির প্রশংসা করেছেন। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইটভাটায় কাজ করার সময় শ্রমিকের উপর একটি চিতাবাঘ আক্রমণ করে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ৩৫ বছর বয়সি মিহিলাল চিতাবাঘটিকে মাটিতে ফেলে দিয়ে তার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন। প্রায় দু’মিনিট ধরে বাঘে-মানুষের লড়াই চলতে থাকে। মিহিলাল সর্বশক্তি প্রয়োগ করে একাই চিতাবাঘটিকে ধরে রাখার চেষ্টা করেন। পাল্টা চিতাবাঘটি তাঁকে আক্রমণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে। ভিডিয়োয় দেখা গিয়েছে কেউ সাহায্য করতে মিহিলালের কাছে এগিয়ে না গেলেও দূর থেকে শ্রমিকেরা ইট ছুড়ে চিতাবাঘটিকে ঘায়েল করার চেষ্টা করতে থাকেন। জো়ড়া আক্রমণের মুখে পড়ে বাঘটি কিছুটা কাহিল হয়ে পড়ে।
শেষে মিহিলাল যখন চিতাবাঘটিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন চিতাবাঘটিও তাঁর পিছনে দৌড়ে যায়। সমস্ত লোকজন তার পিছনে পিছনে ছুটতে শুরু করে। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ক্লান্ত হয়ে চিতাবাঘটি মাঠে প্রবেশ করে। পরে বন বিভাগ এসে চিতাবাঘটিকে ধরে ফেলে বলে জানা গিয়েছে। ‘শচিন গুপ্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে তরুণের সাহসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। অনেকে আবার ইট ছু়ড়ে প্রাণীটিকে আঘাত করার সমালোচনা করেছেন।