যাত্রী নিয়ে যাওয়ার সময় আগুন লেগে দুর্ঘটনা ঘটল একটি যাত্রিবাহী বেলুনে। দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর জাকাতেকাসে উৎসবে। ভয়াবহ সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন লুসিও (৪০) নামে স্থানীয় এক যুবক। আগুন ধরে যাওয়া বেলুন থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর জাকাতেকাসে উৎসব উপলক্ষে এনরিক এস্ট্রাডা মাঠে একের পর এক গ্যাসবেলুন ওড়ানো হয়। আনন্দে হইহই শুরু করেন যাত্রীরা। কিন্তু অচিরেই সেই আনন্দ বদলে যায় কান্নায়। একটি বেলুন উড়তে শুরু করতেই আগুন ধরে যায় তাতে। ঝুড়ির ভিতরে লুসিও ছাড়াও দুই যাত্রী ছিলেন। লুসিও বুদ্ধি করে সঙ্গে থাকা দুই যাত্রীকে বেলুন থেকে নীচে নামিয়ে দেন। কিন্তু বেলুনের দড়িতে পা আটকে যায় তাঁর। তাঁকে নিয়েই উড়তে শুরু করে বেলুনটি। উড়ে চলা জ্বলন্ত বেলুনের নীচে দড়ি থেকে ঝুলতে থাকেন তিনি। কিছু ক্ষণ পর দড়ি ছিঁড়ে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, লুসিও যে দু’জনের প্রাণ বাঁচিয়েছিলেন তাঁদের শরীর আংশিক ভাবে পুড়ে গিয়েছে। কিন্তু বর্তমানে সুস্থ রয়েছেন তাঁরা। লুসিয়োর দেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
লুসিয়োর বেলুন থেকে পড়ে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কলিন রাগ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে জানিয়েছেন, ভিডিয়োটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।