Advertisement
E-Paper

সম্বল আঁকশি ও বস্তা, ১৮ ফুটের ‘যমদূত’কে হেলায় বন্দি করলেন তরুণী! বনকর্মকর্তাকে প্রশংসায় ভরাল‌ নেটপাড়া

কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই একটি রাক্ষুসে শঙ্খচূড়কে খালি হাতে বস্তাবন্দি করেন তরুণী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তরুণীর নাম জিএস রোশনি, কেরলের পারুথিপল্লি রেঞ্জের বন কর্মকর্তা তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৫:৩০
forest officer captures King Cobra

ছবি: সংগৃহীত।

১৮ ফুটের শঙ্খচূড়! তার মোকাবিলার জন্য একটি লাঠি ও একটি বস্তা। প্রায় ‘নিধিরাম সর্দার’ হয়েই কালান্তক সরীসৃপটিকে কব্জা করলেন কেরলের পারুথিপল্লি রেঞ্জের ফরেস্ট বিট অফিসার, জিএস রোশনি। কেরলের আবাসিক এলাকা থেকে ১৮ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বন দফতরের এই তরুণী আধিকারিকের কীর্তি। সাপ ধরা যেন তাঁর বাঁ-হাতের খেল। কোনও সুরক্ষা ব্যবস্থা না নিয়েই রোশনির খালি হাতে সাপটিকে বস্তাবন্দী করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভিডিয়ো।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তিরুঅনন্তপুরমের পেপ্পারা অঞ্চলের আঞ্চুমারুথুমূটের কাছে জলস্রোতে স্নান করতে গিয়ে এই যমদূতটির সাক্ষাৎ পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর যান বনদফতরে। খবর পেয়ে ছুটে আসেন রোশনি। জঙ্গলের মধ্যে ক্ষীণ জলধারার কাছে সাপটির দর্শন মেলে তাঁর। একটি আঁকশি ও কালো কাপড়ের থলি নিয়ে ধাওয়া করেন তিনি। সাপটিকে বস্তাবন্দি করতে প্রথমে বেগ পেতে হয় রোশনিকে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে খাকি উর্দি পরে সাপটিকে বন্দি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশাল শঙ্খচূড়টি আক্রমণ করার জন্য তাঁর দিকে এগিয়ে যায়। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সাপটিকে ধরার চেষ্টা চালিয়ে যান তিনি। একাই রাক্ষুসে সাপটির লেজ ধরে তাকে টেনে নিয়ে আসেন মাটিতে। ধৈর্য ধরে। কালো বস্তাটি বিষধর প্রাণীটির মুখের কাছে ধরে থাকেন । কয়েক মিনিট পর সাপটিকে ভরে ফেলেন বস্তায়। সাপটি ধরার পর তাঁর মুখে একটি স্বস্তির হাসি ফুটে ওঠে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘রঞ্জন মাধেকার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে বহু নেটাগরিকই তরুণীর সাহসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘ম্যাডাম আপনাকে কুর্নিশ জানাই।’’ রোশনির দাবি, তিনি তাঁর আট বছরের কর্মজীবনে ৮০০ টিরও বেশি সাপ ধরেছেন। এই বিশাল সাপটি ধরার পর তিনি জানান, কেরলের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতে শঙ্খচূড়ের আগমন বিরল।

King Cobra animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy