সকালের ব্যস্ত সময়। অফিসপাড়ার সামনের রাস্তাগুলিতে তিলধারণের জায়গা নেই। রাস্তায় পিলপিল করছে গাড়ি। বহুতল অফিস থেকে ট্র্যাফিকের ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করে তুলে ধরলেন গুরুগ্রামের এক বাসিন্দা। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে যায় নেটপাড়ায়।
আরও পড়ুন:
‘নোম্যাডিক_অঙ্কিত_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ট্র্যাফিকে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। সে গাড়িগুলি যেন সামনে এগোতেই চাইছে না। কচ্ছপের গতিতে চলছে গাড়িগুলি। সম্প্রতি এই ঘটনাটি গুরুগ্রামে ঘটেছে।
সেখানে কর্মরত এক ব্যক্তি তাঁর অফিসের বহুতলের জানলা থেকে এই দৃশ্য ক্যামেরাবন্দি করে সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন। ভিডিয়োটি পোস্ট করে বলি গায়ক আতিফ আসলামের একটি গান মজা করে জুড়ে দিয়েছেন তিনি— ‘অব তো আদত সি হ্যায় মুঝকো অ্যায়সে জিনে কি’ অর্থাৎ বাংলায় যার অর্থ, ‘এখন এ ভাবে বেঁচে থাকাই আমার অভ্যাসে পরিণত হয়েছে।’
আরও পড়ুন:
ট্র্যাফিকের ভয়াবহ অবস্থা দেখে আশঙ্কা প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাফিক জ্যামে দাঁড়িয়েই তো কেটে যাবে। এ তো জটিল সমস্যা।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘দূর থেকে রংবেরঙের গাড়িগুলিকে খেলনার মতো লাগছে। তবে পরিস্থিতি খুবই ভয়ানক।’’