বোর্ডে লিখে পড়া বোঝাচ্ছেন শিক্ষিকা। মাঝেমধ্যে পড়াও ধরছেন তিনি। মন দিয়ে ক্লাস করছেন ছাত্রীরা। তার মধ্যেই ঘটল অঘটন। শিক্ষিকা যখন পড়া বোঝাতে ব্যস্ত, তখন প্রথম বেঞ্চে বসা এক ছাত্রীর মাথায় ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্য দলিত ভয়েস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ক্লাসভর্তি ছাত্রীদের পড়া বোঝাচ্ছেন এক শিক্ষিকা। পড়ানোর ফাঁকে ছাত্রীদের প্রশ্নও করছেন তিনি। শিক্ষিকার প্রশ্নের উত্তর দিতে হাত তুলেছিল এক ছাত্রী। শিক্ষিকার অনুমতি পেলে উত্তর বলতে দাঁড়িয়েছিল সে। মুহূর্তের মধ্যে অঘটন ঘটে যায় শ্রেণিকক্ষের ভিতর।
ক্লাসরুমের দরজার কাছে রাখা প্রথম বেঞ্চে বসেছিল দুই ছাত্রী। তার সামনে দাঁড়িয়েছিলেন শিক্ষিকা। হঠাৎ কোণে বসে থাকা ছাত্রীর মাথায় ছাদের একাংশ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান শিক্ষিকা। অন্য ছাত্রীটি দেরি না করে তার সহপাঠীকে নিয়ে সেখান থেকে দ্রুত সরে যায়। বাকিরা আহত ছাত্রীর দিকে এগিয়ে যায়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শুক্রবার সকালে মধ্যপ্রদেশের ভোপালের একটি স্কুলে ঘটেছে। স্কুলের নানা জায়গায় জল জমে ছাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, সে কথা জেলার শিক্ষা অধিকর্তাকে চিঠি লিখে জানিয়েছিলেন অধ্যক্ষ। স্কুলচত্বরে অন্য জায়গায় মেরামতির কাজ শুরু হলেও ছাদের অংশগুলি তখনও মেরামত করা হয়ে ওঠেনি বলে জানা গিয়েছে। যে ছাত্রীর মাথায় ছাদের একাংশ ভেঙে পড়েছিল, সে গুরুতর আঘাত পায়নি। প্রাথমিক চিকিৎসা করে সেই ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।