পোষ্যকে নিয়ে রেস্তরাঁয় হাজির হয়েছেন কয়েক জন তরুণ। একপাতে বিরিয়ানি খেতে বসেছেন তাঁরা। চিতার জন্য রয়েছে খাবারের আলাদা ব্যবস্থাও। তবুও তরুণদের খাবারে ভাগ বসাচ্ছে চিতা। বিরিয়ানির স্বাদে মজেছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লভইনরিয়াধ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একদল তরুণের সঙ্গে খাওয়াদাওয়ার আসরে বসেছে একটি চিতা। চিতাটিকে পোষ মানিয়েছেন সেই তরুণেরা। সকলে মাটিতে বসে একপাতে বিরিয়ানি খাচ্ছেন। চিতার জন্য আলাদা পাত্রে মাংসের টুকরোও পরিবেশন করা হয়েছে। কিন্তু নিজের খাবারের দিকে মন নেই চিতাটির।
তার নজর বিরিয়ানির দিকে। তরুণদের খাবারেই ভাগ বসানোর চেষ্টা করছে সে। বিরিয়ানির স্বাদ-গন্ধ মনভরে শুষে নিচ্ছে চিতাটি। তরুণেরা আর খাওয়ার সুযোগই পাচ্ছেন না। এই ঘটনাটি সৌদি আরবের রিয়াধে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘হিংস্র প্রাণীদের পোষ মানানোর কী প্রয়োজন তা সত্যিই বুঝি না। তারা বনেই সুন্দর।’’ আবার এক জন লিখেছেন, ‘‘তা হলে চিতারও বিরিয়ানির স্বাদ মনে ধরে।’’