রাস্তার ধারে একটি বিড়ালছানাকে দেখে ছোট ছোট পায়ে দৌড়ে গিয়েছিল কুকুরের একটি ছানা। কিন্তু তার সঙ্গে খেলা করার শখপূরণ হল না কুকুরছানার। তাকে দেখে ক্রমাগত মুখে ঘুষি মারতে শুরু করে দিল বিড়ালছানাটি। বার বার মার খেয়ে নাজেহাল হল কুকুরছানা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ছোট্ট বিড়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে এক কুকুরছানা। শান্ত হয়েই বসে দাঁড়িয়ে রয়েছে সে। কিন্তু কুকুরছানাকে দেখে চঞ্চল হয়ে উঠেছে বিড়ালের বাচ্চা। তাকে দেখে পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়েছে সে।
থাবা দিয়ে বার বার কুকুরছানার মুখে ঘুষি মেরে যাচ্ছে সে। কুকুরছানাটি আদর করে বিড়ালের থাবায় কামড় বসাতে যায়। কিন্তু তাতেও কোনও লাভ হয় না। বিড়ালছানাটি আরও জোরে মারধর করতে শুরু করে। ক্রমাগত মার খেতে হকচকিয়ে যায় কুকুরছানা। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শত্রুকে একেবারে কাবু করে ছাড়ল বিড়ালছানাটি।’’