গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বুক করেছিলেন তরুণী। কিন্তু ট্রাফিকের কারণে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছোতে দু’মিনিট দেরি করায় চালককে ভাড়া না দিয়েই চলে গেলেন তরুণী। আবার ক্যাবচালকের সঙ্গে মাঝরাস্তায় তর্কও জুড়ে বসলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মিস্টার ত্যাগী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা শাড়ি-সানগ্লাস পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। এক ক্যাবচালকের সঙ্গে মাঝরাস্তায় তর্ক করছেন তিনি। ফোনে সেই ভিডিয়োটি তুলে রাখছেন দু’জনেই। এই ঘটনাটি গুরুগ্রামে ঘটেছে।
ক্যাবচালকের দাবি, ওই তরুণী অনলাইনে ক্যাব বুক করেছিলেন। ট্রাফিকের কারণে সেই ঠিকানায় পৌঁছোতে দু’মিনিট দেরি হয়েছিল চালকের। গন্তব্যে পৌঁছোনোর পর ৩০০ টাকা ভাড়া হয়েছিল। কিন্তু সেই ভাড়া না মিটিয়ে চলে যাচ্ছিলেন তরুণী। চালক যখন ভাড়া চাইলেন, তখন তাঁর সঙ্গে তর্ক জুড়ে দিলেন তরুণী।
তাঁর দাবি, দু’মিনিট দেরি হয়েছিল বলে ভাড়া মেটাবেন না। তরুণীর কথা শুনে রেগে যান চালক। ধমকের সুরে তিনি বলেন, ‘‘আমার কারণে দেরি হয়নি। আপনার ৩০০ টাকা ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই? এই ৩০০ টাকার বদলা আমি যদি ৩ লাখ টাকায় না নিই তা হলে নিজের নাম বদলে দেব।’’