ভিডিয়ো বানাবেন বলে জঙ্গলে ঘোরাঘুরি করছিলেন তরুণ ইউটিউবার। হঠাৎ দূর থেকে একটি বাঘকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তা দেখে সেখান থেকে ছুটতে শুরু করেন তরুণ। প্রাণ বাঁচাতে উঁচু গাছের ডালে চড়ে যান তিনি। গাছের ডাল ধরে চার ঘণ্টা ঝুলে থাকেন সেই তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যস্মার্টলোকালমাই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ গাছের ডাল জড়িয়ে ঝুলে রয়েছেন। তাঁর এক হাতে ক্যামেরা। কিছুটা দূরে ঝোপের মধ্যে একটি বাঘ লুকিয়ে রয়েছে বলে তরুণের দাবি। জঙ্গলে ঘুরতে গিয়ে বাঘের মুখোমুখি হয়েছেন তিনি। বাঘের হাত থেকে বাঁচতে উঁচু গাছের ডালে চড়ে যান সেই তরুণ।
সেই গাছের ডাল ধরেই টানা চার ঘণ্টা ঝুলে ছিলেন তিনি। এই ঘটনাটি মালয়েশিয়ায় ঘটেছে। তরুণের নাম ফাহাদ এমকে। সমাজমাধ্যমের পাতায় লোককথা এবং অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিডিয়ো তৈরি করেন ফাহাদ। ফাহাদের দাবি, ভিডিয়ো বানানোর জন্য জঙ্গলে ঘুরছিলেন তিনি। হঠাৎ বাঘের দেখা পান। বাঘের হাত থেকে বাঁচতে গাছের ডালে তরতরিয়ে উঠে পড়েন। বাঘটিও শিকার হাতছাড়া করতে চাইছিল না। ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসেছিল সে।
আরও পড়ুন:
বাঘের ভয়ে টানা চার ঘণ্টা গাছের ডাল জড়িয়ে ঝুলেছিলেন ফাহাদ। তার পর বাঘটি সেখান থেকে সরে গেলে তরুণ নীচে নেমে পড়েন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের একাংশ তরুণের জন্য চিন্তা প্রকাশ করেন। আবার অনেকেই সন্দেহও করেছেন তরুণকে। তাঁদের দাবি, শুধুমাত্র প্রচারের জন্যই এই ধরনের ভিডিয়ো পোস্ট করেছেন ইউটিউবার। আদতেও তাঁকে কোনও বাঘ তাড়া করেনি।