মাঠে খেলাধুলা করে বেড়াচ্ছিল একটি নাদুসনুদুস খরগোশ। দূর থেকে সে দিকে নজর পড়েছিল একটি কুকুরের। দাঁত বার করে খরগোশটিকে কামড়ে দেওয়ার জন্য তার পিছনে ছুটল সে। সবেমাত্র কুকুরটি কামড় বসাতে যাবে, ঠিক সেই মুহূর্তে শূন্যে লাফ দিল খরগোশটি। শূন্যে লাফ দিয়ে হাওয়ায় গোল হয়ে এক পাক ঘুরেও ফেলল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্য_ওয়াইল্ড_সেভিয়র’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি খরগোশকে দেখে দাঁত বার করে লাফিয়ে উঠল এক কুকুর। কামড় দিতে উদ্যত হল। শিকারির হাত থেকে বাঁচতে শূন্যে লাফিয়ে উঠল খরগোশটিও। শূন্যে লাফ দিয়ে এক পাক ঘুরেও নিল সে।
কুকুরটিকে টপকে অন্য দিকে চলে গেল খরগোশটি। খরগোশের লাফের সঙ্গে পাল্লা দিতে পারল না কুকুরটি। চোখের সামনে থেকে শিকার ফস্কে গেল তার। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বরাতজোরে বেঁচে গেল খরগোশটি। না হলে কুকুরের কামড় খেয়ে প্রাণ হারাত।’’ আবার এক জনের কথায়, ‘‘ব্যালেরিনারা সাধারণত হাওয়ায় লাফ দিয়ে এ ভাবে পাক দিয়ে নাচেন।’’