ঘোরাফেরা করতে করতে মাঝজঙ্গলের জলাশয়ে জল খেতে নেমেছিল একটি মহিষ। শিকারকে একা পেয়ে জলাশয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ল মস্ত বড় সিংহ। মহিষের পায়ে জোরে কামড় বসাল সে। যন্ত্রণায় চিৎকার করে উঠল মহিষটি। বন্ধু বিপদে পড়েছে বুঝতে পেরে জলাশয়ের দিকে এগিয়ে গেল মহিষের দল। তার পর সিংহকে সেখান থেকে তাড়িয়ে দিল সকলে মিলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জাদিসাফারিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মহিষ জলাশয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে। তার এক পায়ে কামড় বসিয়ে রয়েছে একটি সিংহ। কোনও ভাবেই সিংহের কবল থেকে নিজেকে ছাড়াতে পারছে না মহিষটি। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করল সে।
সেই চিৎকার শুনে মহিষের দল ছুটে গেল জলাশয়ের দিকে। বন্ধু যে ঘোর বিপদে পড়েছে তা টের পেল তারা। ধীরে ধীরে সিংহের দিকে দল বেঁধে এগোতে শুরু করল মহিষেরা। সিংহও তখন নিজেকে প্রতিরক্ষার জন্য শিকারকে ছেড়ে দিল। মহিষের দল সেই সিংহটিকে তাড়া করলে লেজ গুটিয়ে এলাকা ছেড়ে পালাল পশুরাজ।