জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল একটি হায়না। ভুল করে সিংহের দলের কাছাকাছি চলে গিয়েছিল সে। চোখের সামনে শিকারকে দেখে আর লোভ সামলাতে পারল না সিংহ-সিংহীরা। হায়নার পিছনে দল বেঁধে দৌড় দিল তারা। হায়নাটিকে মাটিতে ছুড়ে ফেলে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল জোড়া সিংহ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘৪*৪অ্যাডভেঞ্চার্সউগান্ডা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হায়নার পিছনে দল বেঁধে দৌড়োচ্ছে সিংহের দল। সেই দলে রয়েছে একটি সিংহীও। হায়নার উপর লাফিয়ে পড়ল জোড়া সিংহ। সকলে এত জোরে দৌড়োচ্ছিল যে, চারদিকে ধুলোয় ভরে উঠল।
হায়নার উপর লাফিয়ে পড়ে যখন দু’টি সিংহ তার টুঁটি চিপে ধরেছে, তখন শিকারে ভাগ বসাতে সে দিকে এগিয়ে গেল দলের একটি সিংহ এবং সিংহী। সকলের জমায়েত দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে সিংহের দলের কাছে আসতে দেখা গেল আরও একটি সিংহকে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জঙ্গলে সবই শিকার-শিকারির খেলা। এতগুলো সিংহের সঙ্গে একা লড়াই করেও প্রাণ বাঁচাতে পারত না হায়নাটি।’’