মঞ্চ ঘিরে ভিড় জমিয়েছিলেন শ্রোতারা। মঞ্চের উপর নাচ করছিলেন নেপথ্য নৃত্যশিল্পীরা। মঞ্চের একেবারে সামনে দাঁড়িয়েছিলেন পপ তারকা। নাচ করতে করতে কোমর দুলিয়ে গান করছিলেন তিনি। কিন্তু মঞ্চে পারফর্ম করার সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন গায়িকা। নিরাপত্তারক্ষী এবং নৃত্যশিল্পীরা ধরাধরি করে তাঁকে মঞ্চের পিছনে নিয়ে যান। সুস্থ হয়ে শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন গায়িকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভাইরাল ভয়ানী’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চে পারফর্ম করার সময় এক জন গায়িকা মাইক হাতে লুটিয়ে পড়ে গেলেন। গায়িকাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিরাপত্তারক্ষী এবং নৃত্যশিল্পীরা মঞ্চের পিছনে নিয়ে যান। এই ঘটনাটি রবিবার ম্যাকাওয়ের একটি গানের অনুষ্ঠানে ঘটেছে। দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া বা আরওকে) সেই পপ তারকার নাম হিউনা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিগত এক মাসে ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন হিউনা। ‘ভাসোভ্যাগাল সিনকোপ’ নামে এক ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন গায়িকা। মানসিক উদ্বেগ অথবা ক্লান্তি থেকে অচেতন হয়ে যাওয়া এই রোগের প্রধান উপসর্গ। জ্ঞান ফিরে আসার পর গায়িকা সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘‘আমি সত্যিই খুব দুঃখিত। কখন, কী ভাবে এই ঘটল— তা কিছুই মনে নেই আমার। আমার মনে হচ্ছে, আমি পেশাদারের মতো আচরণ করিনি।’’