সপ্তাহখানেক পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পুত্রের ছবি। ছবির একটি গানও ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে। সেই গানের সঙ্গে নাচ করলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন। জিমের ভিতর ছেলের ছবির গান চালিয়ে তার ‘হুক স্টেপ’ করছেন পিঙ্কি। মায়ের নাচের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে প্রশংসা করলেন খোদ অভিনেতা। বলিউডের অন্য তারকারাও মন্তব্যের পাতা ভালবাসায় ভরিয়ে দিলেন।
আরও পড়ুন:
সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন হৃতিক। আগামী ১৪ অগস্ট অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ওয়ার ২’-এর। এই ছবিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আডবাণী এবং এনটি রামারাও জুনিয়রকে।
ছবি মুক্তি পাওয়ার আগে ‘আওয়ান জাওয়ান’ নামে ‘ওয়ার ২’-এর একটি গান মুক্তি পেয়েছে। সেই গানে হৃতিক এবং কিয়ারাকে অভিনয় করতে দেখা গিয়েছে। কিয়ারার বিকিনি পরা দৃশ্যের পাশাপাশি হৃতিক এবং কিয়ারার নাচের একটি ‘হুক স্টেপ’ও নজর কেড়েছে সিনেপ্রেমীদের। জিমের ভিতর গান চালিয়ে ‘হুক স্টেপ’টি হুবহু নেচে দেখাচ্ছেন হৃতিকের মা পিঙ্কি। পিঙ্কির সঙ্গে আরও দুই মহিলাকে নাচ করতে দেখা যাচ্ছে।
মায়ের নাচের ভিডিয়োটি পোস্ট করে হৃতিক লেখেন, “যখন আপনার মা হুক স্টেপ তোলার জন্য সারা দিন ধরে নাচ শেখেন তখন বুঝে নিতে হবে যে, গানটি জনপ্রিয় হয়ে গিয়েছে।” সত্তর বছর বয়সেও তিনি যে এ ভাবে নাচছেন তা দেখে প্রশংসা করেছেন বলিপাড়ার অধিকাংশ তারকা। হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান ভিডিয়োটি দেখে লিখেছেন, “খুব খুব মিষ্টি।” প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী-সহ অনেকেই সেই ভিডিয়োয় ভালবাসা এঁকে দিয়েছেন।