বিমান থেকে নেমে সেখানকার খাবারের দোকানে ঘোরাঘুরি করছিলেন এক যাত্রী। একটি দোকানের সামনে কাচের তাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে খাবারদাবার। সেই তাকের ভিতরেই হাঁটাচলা করে বেড়াচ্ছে একটি আরশোলা। এই দৃশ্য নজরে পড়তেই তা ক্যামেরাবন্দি করলেন যাত্রী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ডেকান ডেলি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খাবার সাজিয়ে রাখা কাচের তাকের ভিতর ঘুরে বেড়াচ্ছে একটি আরশোলা। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি খাবারের দোকানে এই ঘটনাটি ঘটেছে। ভিডিয়োটি দেখার পর সমালোচনার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়।
এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিমানবন্দরের ভিতর খাবারের দাম আকাশছোঁয়া হয়। এত দাম দিয়েও যদি এমন খাবার খেতে হয় যার উপর দিয়ে আরশোলা হেঁটেচলে বেড়ায়— তা হলে আর লাভ কী!’’ স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘এই খাবার খেয়ে যদি কারও শরীর খারাপ হয় তবে তার দায় কে নেবেন?’’ এই সত্য প্রকাশ্যে আনার জন্য সেই যাত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।