জলাশয়ের ধারে ঘুরতে গিয়েছিলেন পর্যটকেরা। সেখানে একটি রেস্তরাঁয় বসে খাওয়াদাওয়া করছিলেন কয়েক জন। দূর থেকে সেই দৃশ্যই দেখছিল একটি গিরগিটি। খাবার দেখে আর লোভ সামলাতে পারেনি সে। পর্যটকদের খাবারে ভাগ বসিয়ে সেখানেই খেতে শুরু করে দিল। মস্ত বড় গিরগিটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এবিসিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মস্ত বড় সবুজ রঙের গিরগিটি পিৎজ়ার বাক্স নিয়ে সেখান থেকে একটি টুকরো মুখে তুলে চিবিয়ে যাচ্ছে। অন্য দিকে তাকানোর ফুরসতই নেই তার। যেন পিৎজ়ার স্বাদেই ডুবে রয়েছে সে।
আরও পড়ুন:
এই ঘটনাটি ফ্লোরিডার দক্ষিণ প্রান্তে কোনও এক রেস্তরাঁয় ঘটেছে। হঠাৎ এমন ‘অনাহুত অতিথি’কে দেখে সেখানে উপস্থিত পর্যটকেরা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে দেন। খাওয়াদাওয়া শেষ করে সেখান থেকে গুটি গুটি পায়ে অন্য দিকে চলে যায় গিরগিটিটি। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির ফোয়ারা উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘গিরগিটি যে পিৎজ়া খেতে এত ভালবাসে তা এই ভিডিয়োটি না দেখলে জানতে পারতাম না।’’