ভারত থেকে চিনে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছেন তরুণী। প্রায় নিখরচায় প্রাসাদোপম ছাত্রাবাসে থাকতে শুরু করেছেন তিনি। সুযোগ পেতে ভিডিয়ো করে সেই হস্টেলে ‘ট্যুর’ করালেন তরুণী। হস্টেলের অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এত পরিষ্কার এবং বড় জায়গায় তরুণী কী কী সুবিধা পাচ্ছেন তা জানতে পেরে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ঘোরাফেরা করতে শুরু করেছে।
আরও পড়ুন:
তরুণীর নাম সালোনি চৌধরি। ভারত থেকে বৃত্তি নিয়ে চিনের ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছেন তিনি। চিনের শেনজেন এলাকায় হস্টেল রয়েছে তাঁর। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও অবসরে ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। ইউটিউবে নিজের নামে চ্যানেলও রয়েছে সালোনির।
সেই চ্যানেলেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তরুণী। হস্টেলের সম্পূর্ণ ট্যুর দিয়ে তাঁর খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন সালোনি। বৃত্তির কারণে পড়াশোনার খরচের পাশাপাশি থাকা-খাওয়ার কোনও খরচ বহন করতে হয় না তরুণীকে। ক্যামেরা হাতে হস্টেলের দরজার বাইরে চলে যান সালোনি।
দর্শককে সঙ্গী করে তাঁর হস্টেল ঘোরানো শুরু করেন তিনি। দরজার সামনে দাঁড়িয়ে মুখ স্ক্যান করলে অথবা আইডি কার্ড দেখালে স্বয়ংক্রিয় দরজাটি খুলে যায়। তার পর হস্টেলের ভিতর ঢুকে যান সালোনি। হস্টেলের চারদিক এত পরিচ্ছন্ন যে তাক লেগে যাওয়ার জোগাড়। হস্টেলের ১৮তলায় ঘর রয়েছে তরুণীর। ছাত্রীদের পাশাপাশি ছাত্রেরাও একই হস্টেলে থাকতে পারেন। পড়ুয়াদের ব্যবহারের জন্য ওয়াশিং মেশিন, ভ্যাকিউম ক্লিনার এবং প্রিন্টিং মেশিন-সহ নানা যন্ত্রাদি রয়েছে।
আরও পড়ুন:
সচরাচর হস্টেলে যে ধরনের ঘর দেখতে পাওয়া যায়, তার চেয়ে তুলনামূলক ভাবে অনেকটাই বড় ঘরে থাকেন তরুণী। তবে, হস্টেলের ঘরে একা থাকেন না সালোনি। আরও তিন জন থাকেন তরুণীর সঙ্গে। চার জনের থাকার পক্ষে ঘরগুলি অনেকটা বড়। ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটাগরিক মুগ্ধ হয়ে পড়েছেন। হস্টেলও যে এত সুন্দর হয় তা কল্পনাই করতে পারছেন না অনেকে।