কোমর বেঁধে ঝগড়ার প্রস্তুতি নিচ্ছে বাবা-মা। আর কিছু ক্ষণ পরেই একটা ঝড় বয়ে যেতে পারে পরিবারে। বেগতিক দেখে পরিস্থিতি আগে থেকেই সামলে ফেলল তাদের সন্তান। বাবা-মায়ের মধ্যে এই ঝগড়া লাগল বলে! ঠিক তখনই দু’টি বিড়ালের মাঝে গিয়ে ধপাস করে বসে পড়ল তাদের ছানা। ঝগড়া শুরু না হতেই গেল থেমে। সমাজমাধ্যমে এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আকলুনীন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি বিড়ালকে সরিয়ে তাদের মাঝে গিয়ে বসে পড়ল তাদের ছানা। ভিডিয়ো থেকে জানা যায় যে, ওই তিনটি বিড়ালই পোষ্য। তাদের মালিক এই ঘটনার ভিডিয়ো করে জানান যে, বাবা এবং মা বিড়ালের মধ্যে ঝগড়া লাগার আগেই টের পেয়ে যায় তাদের ছানা। সঙ্গে সঙ্গে বাবা-মায়ের কাছে ছুটে যায় সে।
তার পর তাদের মাঝে গিয়ে বসে পড়ে বিড়ালছানাটি। এ ভাবেই ‘রণে ভঙ্গ’ দেয় সে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল মেঝের উপর বসে রয়েছে। তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে অন্য একটি বিড়াল। দু’টি বিড়ালের চোখেই রাগ ফুটে উঠছে। তাদের বিড়ালছানা দাঁড়িয়ে থাকা বিড়ালটিকে সরিয়ে গিয়ে বসে থাকা বিড়ালের গায়ের উপর গিয়ে ধপাস করে বসে পড়ে। সন্তানকে দেখে অন্য দিকে মুখ ঘুরিয়ে নেয় বিড়াল দম্পতি।