কুমির শিকার করে জলাশয়ের ধারে তুলে এনেছিল দু’টি বাঘ। সময়-সুযোগ বুঝে খাওয়াদাওয়া করবে বলে ভেবেছিল তারা। পরে রোদে পোহাতে পোহাতে কুমিরের মাংস খেয়ে ‘বনভোজন’ সারল দুই হিংস্র শ্বাপদ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্যবিগক্যাটসএম্প্যায়ার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কুমিরের গা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে দু’টি বাঘ। একটি বাঘ যখন খাওয়াদাওয়া সারতে ব্যস্ত, তখন অন্য বাঘটি বিশ্রাম নিচ্ছে। দু’টি বাঘ পালা করে করে কুমিরটির মাংস খাচ্ছে। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে সাফারি করতে গিয়ে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন এক প্রত্যক্ষদর্শী।
‘জলের রাজা’কে শিকার করে তার মাংস খাচ্ছে দুই হিংস্র শ্বাপদ। রণথম্ভোরের দুই বাঘের এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘জলাশয়ের ধারে রোদ পোহাতে পোহাতে কুমিরের মাংস খেয়ে তো দুর্দান্ত বনভোজন করছে দু’টি বাঘ মিলে।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘জঙ্গলে সাফারি করতে বেরিয়ে এই ধরনের দৃশ্য দেখা যায়। যে পর্যটকেরা এমন ঘটনার সাক্ষী থাকেন, তাঁরা সত্যিই খুব ভাগ্যবান।’’