জঙ্গলের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছিল ‘বনের রানি’। শক্তিশালী শিকারিকে একা পেয়ে তার উপর চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ল বুনো হায়নার দল। সেখান থেকে পালানোর জন্য যারপরনাই চেষ্টা করল সিংহীটি। কিন্তু হায়নাগুলি এমন ভাবে তার ঘাড়ে চেপে বসল যে, কোনও ভাবেই আর পালানোর পথ পেল না। অগত্যা হার মেনে নেওয়াই সঠিক বলে মনে হল সিংহীটির। ঠিক সেই মুহূর্তে ‘রক্ষাকর্ত্রী’ হিসাবে সেখানে হাজির হল একদল সিংহী। হায়নাদের দলকে তাড়া করে ‘বনের রানি’কে বাঁচাল তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘হেনরিট্যুরসঅ্যান্ডসাফারিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহীর উপর চড়াও হয়েছে বুনো হায়নার দল। কেউ সিংহীর পিঠে চড়ে বসেছে, কেউ আবার সিংহীকে কামড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হল সিংহীটি। হায়নাদের ভার সামলাতে না পেরে নীচে পড়ে গেল সে। আর কোনও উপায় না পেয়ে প্রায় হার মেনে নেওয়ার মতো অবস্থা হয়ে পড়ে সিংহীর। তখনই তাকে উদ্ধার করতে সেখানে হাজির হয় সিংহীর ‘বান্ধবীরা’। বুনো হায়নাদের পিছনে ছুটে সেখান থেকে তাদের তাড়িয়ে দিল সিংহীর দল। প্রাণে বেঁচে গেল ‘বনের রানি’।