দামি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন চালক। শখের গা়ড়ি নিয়ে মাঝরাস্তায় হিন্দি সিনেমার মতো কেরামতি করে দেখাচ্ছেন তিনি। কখনও হঠাৎ করে বৃত্তাকার পথে গাড়ির মুখ ঘুরিয়ে ফেলছেন, কখনও আবার সোজা পথে যেতে যেতে হঠাৎ বাঁক নিয়ে গাড়ি দাঁড় করিয়ে ফেলছেন। তরুণ চালকের এই কীর্তিকলাপ পুলিশের নজরে পড়তেই তাঁর কাছে মোটা জরিমানা ধার্য করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গ্রেটার নয়ডা ওয়েস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় এক চালককে কালো গাড়ি নিয়ে মাঝরাস্তায় নানা ধরনের কেরামতি করতে দেখা গিয়েছে। এই ঘটনাটি গ্রেটার নয়ডায় ঘটেছে। সেখানকার এক স্থানীয় তরুণ তাঁর গাড়ি নিয়ে মাঝরাস্তায় বেরিয়ে বিপজ্জনক বলিউডি ‘স্টান্ট’ দেখাচ্ছিলেন।
তাঁর এই কার্যকলাপের ভিডিয়ো নয়ডা পুলিশের নজরে পড়তেই জরিমানা ধার্য করা হয়। পুলিশ সূত্রে খবর, চালকের কাছ থেকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ভিডিয়োটি দেখে তরুণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘হিন্দি সিনেমা দেখে এ সব অনুপ্রেরণা নেওয়া ঠিক নয়। স্টান্ট দেখাতে গিয়ে তরুণ নিজেও বিপদে পড়তে পারতেন।’’