রাস্তাঘাটে দীর্ঘ ক্ষণ সাইকেল চালিয়ে সময় কাটান তরুণী। শরীরচর্চারও অঙ্গ হিসাবে দেখেন এই অভ্যাসটিকে। কিন্তু সাইকেল চালিয়ে অনেক দূর চলে গেলেও ফেরার সময় মাঝেমধ্যে ক্লান্তি নেমে আসে। কোনও উপায় না থাকায় আবার সাইকেল চালিয়েই বাড়ি ফিরতে হয়। কিন্তু সাইকেল আরোহীদের জন্য এক অভিনব ব্যবস্থা চালু করেছেন মেট্রো কর্তৃপক্ষ। এ বার থেকে সাইকেল নিয়েই মেট্রোর কামরায় উঠতে পারবেন যাত্রীরা। কামরার এক দিকে দেওয়ালের সঙ্গে লাগোয়া যন্ত্রে সাইকেলটি দাঁড় করিয়ে রাখতে পারবেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লর্ড লিম্মি কান্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণী সাইকেল নিয়ে মেট্রোয় উঠেছেন। তাঁর পরনে পেশাদার সাইকেল আরোহীর পোশাক। মেট্রোর কামরায় উঠে এক দিকে সরে গেলেন তিনি। কামরার দেওয়ালে লাগানো একটি যন্ত্রের সামনে সাইকেলের সামনের চাকা ঢুকিয়ে দিলেন তিনি।
তার পর খুব সহজেই সাইকেলটি ওই যন্ত্রের সাহায্যে কামরার মধ্যে দাঁড় করিয়ে দিলেন। এর পর থেকে সাইকেল নিয়ে মেট্রোয় যাতায়াত করা যাবে ভেবে আনন্দে হাততালি দিয়ে উঠলেন তিনি। এই ঘটনাটি মুম্বইয়ে ঘটেছে। মুম্বই মেট্রো কর্তৃপক্ষের তরফে সাইকেল আরোহীদের জন্য এই অভিনব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই ব্যবস্থা চালু হওয়ায় সুবিধাই হল। লোকজন সাইকেল নিয়ে সহজেই যাতায়াত করতে পারবেন। যাতায়াতের খরচের পাশাপাশি সাইকেল পার্ক করার খরচও বেঁচে যাবে।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এর পর যদি ভিড় মেট্রোয় কেউ সাইকেল নিয়ে উঠে পড়েন, তা হলে অন্য যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারেন।’’