জঙ্গলের এক প্রান্ত থেকে সিংহীর দিকে এগিয়ে যাচ্ছিল ‘বনের রাজা’। সিংহীটিও হেলেদুলে এগিয়ে যাচ্ছিল পশুরাজের দিকে। কিন্তু কিছুটা এগোতেই লাফ দিয়ে সিংহের ঘাড়ে উঠে থাবা বসিয়ে দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্যানওয়াইল্ড_স্যানচুয়ারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহী লাফিয়ে সিংহের ঘাড়ের উপর চেপে বসল। ভিডিয়ো থেকে জানা যায় যে, তাদের নাম ইয়োডা এবং ওয়াইসিস। ফ্রান্সের জঙ্গল থেকে আনা হয়েছে তাদের।
বর্তমানে তাদের বাসস্থান সাউথ আফ্রিকার স্যানওয়াইল্ড অভয়ারণ্য। ফ্রান্স থেকে আসার পর সাউথ আফ্রিকার জঙ্গলের আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে ভালই মানিয়ে-গুছিয়ে নিয়েছে তারা। সঙ্গীকে জঙ্গলে দেখে তাই খেলার ছলে তার ঘাড়ে উঠে পড়ল সিংহীটি। সামনের পা দু’টি সিংহের ঘাড়ে উঠিয়ে কিছু ক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে রইল সে।
আরও পড়ুন:
সিংহটি নিরুত্তাপ, স্থির। তার পর সিংহীটি নিজে থেকেই জঙ্গলের অন্য দিকে হাঁটা লাগাল। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘পুরুষ মাত্রেই নারীর আদরের শিকার। সিংহও ছাড় পায়নি।’’