জঙ্গলের মধ্যে শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছিল এক সিংহী। হঠাৎ একটি বুনো শুয়োর নজরে পড়ে তার। খিদেতে পেটে আগুন জ্বলছিল সিংহীর। তাই বুনো শুয়োরের পিছনে তাড়া করল সে। প্রাণ বাঁচাতে শুয়োরটি নিজের গর্তে ঢুকে পড়লেও সিংহীটি সেই গর্তে ঢুকে বুনো শুয়োরের ঘাড়ে কামড় বসিয়ে তাকে বাইরে বার করে আনল। থাবা দিয়ে ধরে রেখে শুয়োরের ঘাড়ে আরও জোরে কামড় বসাল সিংহীটি। সেখানেই দেহ রাখল বুনো শুয়োরটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লিনিয়েজ_গরিলা_সাফারিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গর্তে মুখ ঢুকিয়ে একটি বুনো শুয়োরকে বাইরে টেনে নিয়ে আসছে একটি সিংহী। ছটফট করে সিংহীর হাত থেকে রক্ষা পেতে চাইছে শুয়োরটি। কিন্তু তার উপায় নেই।
বুনো শুয়োরের ঘাড়ে দাঁত বসিয়ে রেখেছে সিংহী। থাবা দিয়ে শুয়োরের পিঠের দু’দিকেও চাপ দিয়ে রেখেছে সে। শিকার যেন কোনও ভাবেই ফস্কে না যায়, সেই ব্যবস্থা নিয়ে রেখেছে সিংহী। শেষ পর্যন্ত সিংহীর হাতেই প্রাণ গেল বুনো শুয়োরটির। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বুনো শুয়োরের ঘরে ঢুকেই তাকে শিকার করে নিয়ে চলে গেল। খাদ্য-খাদকের এই চক্র স্বাভাবিক হলেও ভিডিয়োটি দেখে মনখারাপ হয়ে গেল।’’