সঙ্গীর উপর বেজায় রেগে গিয়েছে স্ত্রী মাছরাঙা। কোনও মতেই বরকে পাত্তা দিচ্ছে না সে। সঙ্গিনীর রাগ ভাঙাতে জলাশয় থেকে মাছ ধরে আনল মাছরাঙা। স্ত্রী মাছরাঙার পিছন পিছন ঘুরে তার রাগ ভাঙানোর চেষ্টা করছিল সে। কিন্তু তাকে পাত্তাই দিল না তার সঙ্গিনী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ডেলিমাআপডেট্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াচ্ছে স্ত্রী মাছরাঙা। তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ওই মাছরাঙার সঙ্গী। কিন্তু সঙ্গীর প্রতি বিরক্ত স্ত্রী মাছরাঙাটি। তার মুখদর্শনও করতে চাইছে না সে।
সঙ্গিনীর রাগ ভাঙাতে জলাশয় থেকে মাছ শিকার করে এনেছে পুরুষ মাছরাঙা। সঙ্গিনীকে সেই মাছটি উপহার দিতে চায় সে। কিন্তু স্ত্রী মাছরাঙার কাছে পাত্তাই পাচ্ছে না সে। বরং গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তার সঙ্গিনী।
পুরুষ মাছরাঙাটিও ঠোঁটে মাছ নিয়ে স্ত্রী মাছরাঙার পিছন পিছন উড়ে গিয়ে সেই ডালে বসছে। কিন্তু ঘাড় ঘুরিয়ে এ দিক-ও দিক তাকালেও সঙ্গীর দিকে তাকাচ্ছে না সে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘সঙ্গীর উপর প্রচণ্ড রেগে গিয়েছে। এই রাগ সহজে কমবে বলে মনে হচ্ছে না।’’