রাস্তার ধারে এক ক্যাফেতে বসে জলখাবার খাচ্ছিলেন এক তরুণী। পাউরুটি-অমলেটের সঙ্গে নিয়েছিলেন এক কাপ কফিও। হঠাৎ তাঁর টেবিলে এসে বসে পড়ে দু’টি চড়াই। তরুণীর খাবারে একটি চড়াই ভাগ বসাতে শুরু করে। তবে সে নিজে খায় না। বরং সেই খাবারের টুকরোটি তুলে তা অন্য চড়াইকে খাইয়ে দেয়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাকসেসঅ্যাফেয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চড়াই প্লেট থেকে খাবারের টুকরো তুলে অন্য একটি চড়াইকে খাইয়ে দিচ্ছে। ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি পোস্ট করে জানানো হয়েছে যে, এক তরুণী রাস্তার ধারের এক ক্যাফেতে জলখাবার খেতে গিয়েছিলেন। পাউরুটি-অমলেট খেতে খেতে চুমুক দিচ্ছিলেন কফিতেও।
তিনি যে টেবিলে খাওয়াদাওয়া করছিলেন, সেখানে হঠাৎ দু’টি চড়াই উড়ে গিয়ে বসে। তরুণীর প্লেট থেকে খাবার তুলতে থাকে একটি চড়াই। কিন্তু নিজে না খেয়ে সে তার সঙ্গীকে খাইয়ে দিতে শুরু করে। চড়াই দু’টিকে না তাড়িয়ে তরুণী এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়লে তাতে নেটব্যবহারকারীদের অধিকাংশ ভালবাসার চিহ্ন এঁকে দেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ছোট ছোট জিনিসের মধ্যেই ভালবাসা লুকিয়ে থাকে।’’ আবার এক জনের মন্তব্য, ‘‘চড়াইটি তার প্রেমিকাকে নিয়ে ডেটে গিয়েছে। যত্ন করে খাইয়েও দিচ্ছে তাকে।’’