অফিসে বীভৎস কাজের চাপ। তার মধ্যে আবার দীপাবলি উপলক্ষে পার্টিরও আয়োজন করা হয়েছে। কোনও ভাবেই সেই পার্টি মিস্ করা যাবে না। কিন্তু অফিসের কাজেও যে ফাঁকি মারা যাবে না। তাই দু’টি কাজই একসঙ্গে সারার সিদ্ধান্ত নিলেন তরুণ। অফিসের কাজ করতে করতেই সহকর্মীদের সঙ্গে পার্টি করলেন তিনি। ল্যাপটপ হাতে নিয়েই নাচ করতে শুরু করলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বৈভব৯৪৯৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ ল্যাপটপ নিয়ে হাত তুলে নাচ করছেন। তাঁর সহকর্মীরা ঘিরে রয়েছেন তরুণকে। ভিডিয়োটি পোস্ট করে তরুণ জানিয়েছেন যে, তাঁর অফিসের কাজের খুব চাপ ছিল। কিন্তু অফিসের তরফে দীপাবলি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।
তাই অফিসের ল্যাপটপ নিয়েই পার্টিতে হাজির হয়ে পড়েছিলেন তরুণ। পার্টিতে গিয়ে ল্যাপটপে বসে কাজ করছিলেন তিনি। আবার কাজের মাঝে কিছু ক্ষণ বিরতি নিয়ে সহকর্মীদের সঙ্গে সময়ও কাটাচ্ছিলেন তিনি। ল্যাপটপ নিয়ে সহকর্মীদের সঙ্গে নাচও করতে দেখা গেল তরুণকে।
ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ সন্দেহ করেছেন যে, তরুণ মজা করে এমন ভিডিয়ো বানিয়েছেন। কিন্তু নেটপাড়ার অধিকাংশ আবার তরুণের পরিস্থিতি দেখে লিখেছেন, ‘‘এখন এটাই বাস্তব। ব্যক্তিগত জীবন বলে কিছুই আর অবশিষ্ট নেই। সবার উপর চাকরিই সত্য।’’