চলন্ত সিঁড়ির সামনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। কিন্তু সিঁড়ির প্রথম ধাপে আর পা ফেলতে পারছেন না। শাড়ি পরে চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছেন তিনি। তরুণীকে সাহায্য করতে সে দিকে এগিয়ে গেলেন এক তরুণ। তিনি ভেবেছিলেন, তরুণীর হাত ধরে সিঁড়িতে তুলে দেবেন। কিন্তু তিনি ভাবলেন একরকম, আর হল অন্য। তরুণকে দেখে তরুণী এতটাই ভয় পেয়ে গেলেন যে, দুই পা তুলে লাফ দিয়ে তরুণের কোলে উঠে পড়লেন তিনি। ভার সামলাতে না পেরে তরুণীকে নিয়ে চলন্ত সিঁড়ির উপর পড়ে গেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এমডি জ়়েয়াউল্লাহ্’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী তরুণের কোলে দুই পা তুলে ঝুলে পড়েছেন। টাল সামলাতে না পেরে তরুণীকে নিয়ে চলন্ত সিঁড়িতে পড়ে যান তিনি। পরে তিনি নিজেকে সামলে তরুণীকে কোলে তুলে নেন। তার পর চলন্ত সিঁড়ির একটি ধাপে তরুণীকে দাঁড় করিয়ে দেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
তবে ভিডিয়োটি দেখে তরুণ-তরুণীর জন্য চিন্তা প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দু’জনেই বড় রকমের বিপদের হাত থেকে বেঁচে ফিরলেন।’’ আবার ভিডিয়োটিকে ঘিরে সন্দেহও প্রকাশ করেছেন অনেকে। নেটপাড়ার একাংশের ধারণা, এই ঘটনাটি সত্য নয়। রিল তৈরির জন্য বানানো হয়েছে। এক জন নেটব্যবহারকারীর মন্তব্য, ‘‘রিল তৈরির জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিতেও নতুন প্রজন্মের অনেকে পিছপা হন না।’’