ফাঁকা সময়ে অথবা বন্ধুবান্ধবের সঙ্গে খৈনি খাওয়ার শখ রয়েছে তরুণের। কিন্তু তাঁর বিলাসিতাও আবার অন্য রকমের। খৈনি রাখার জন্য কোনও বাক্স জোগাড় করতে পারেননি তিনি। এয়ারপডের বাক্সে শেষ পর্যন্ত খৈনি জমিয়ে রাখতে হচ্ছে তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইডিয়টিক_স্পার্ম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ এয়ারপডের বাক্স নিয়ে তাঁর বন্ধুর কাছে যাচ্ছেন। বন্ধুর সামনে গিয়ে এয়ারপডের বাক্সটি খোলেন তরুণ। কিন্তু সেই বাক্সের ভিতর কোনও এয়ারপড নেই। বরং বাক্সের ভিতর এক দিকের অংশ ভাঙা। সেই গর্তে খৈনি ভরে জমিয়ে রেখেছেন তরুণ।
সেখান থেকে কিছুটা খৈনি তুলে নিয়ে বন্ধুর হাতে দিলেন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে তরুণের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেশি পয়সা হলে যা হয়! খৈনি রাখার কোনও আলাদা বাক্স নেই। তাই এয়ারপডের বাক্স ভেঙে রেখেছে। তা হলে এয়ারপড চার্জ দেবেন কী করে?’’