Advertisement
E-Paper

গান গাইতে গাইতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লেন বলিউডের খ্যাতনামী গায়ক! থেমে গেল অনুষ্ঠান, ভিডিয়ো ভাইরাল

মঞ্চ স্নিগ্ধ আলোয় ভেসে যাচ্ছে। মোহিতের সঙ্গে গলা মেলাচ্ছেন কনসার্টে উপস্থিত দর্শক। গান গাইতে গাইতে মঞ্চে এগোনোর সময় সেখানে রাখা আলোয় হঠাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লেন মোহিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মঞ্চে দাঁড়িয়ে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী গান গাইছেন। গায়কের সঙ্গে সেই গানে গলা মেলাচ্ছেন কনসার্টে উপস্থিত দর্শক। গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চে মুখ থুবড়ে পড়ে গেলেন বলি গায়ক মোহিত চৌহান। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেলেন কর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘এমডিনিয়াজ়১২৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বলি গায়ক মোহিত চৌহান মঞ্চে গান গাইছেন। মাইক হাতে গান করতে করতে মঞ্চের সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ ছবির ‘নাদান পরিন্দে’ গানটি গাইছিলেন মোহিত। মঞ্চ তখন স্নিগ্ধ আলোয় ভেসে যাচ্ছে। মোহিতের সঙ্গে গলা মেলাচ্ছেন কনসার্টে উপস্থিত দর্শক। হঠাৎ মঞ্চে ঘটল অঘটন।

গান গাইতে গাইতে মঞ্চে এগোনোর সময় সেখানে রাখা আলোয় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলেন মোহিত। ঘটনাটি এতটাই আকস্মিক ভাবে ঘটেছিল যে, দর্শকও টের পাননি। পড়ে গিয়ে মোহিতের গান থেমে গেলেও দর্শক গান গেয়ে চলেছিলেন। গায়ককে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান অনুষ্ঠানের আয়োজক-সহ অন্য কর্মীরা। তাড়াতাড়ি মোহিতকে হাত ধরাধরি করে তোলেন সকলে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে এই ঘটনাটি এমস ভোপালে আয়োজিত একটি কনসার্টে ঘটেছে। সেই অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন মোহিত। কনসার্ট চলাকালীন অঘটন ঘটে গায়কের সঙ্গে। পরিস্থিতি দেখে ক্ষণিকের জন্য কনসার্টটি বন্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত চিকিৎসকেরা মোহিতকে পরীক্ষা করে দেখেন।

পড়ে গিয়ে মোহিতের কোনও চোট লাগেনি বলে জানা গিয়েছে। কিছু ক্ষণ পর আবার মঞ্চে ফেরেন মোহিত। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মোহিত কিছু জানাননি। তবে, ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে গায়ককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুগামীরা। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মোহিত।’’

Viral Video Mohit Chauhan AIIMS Bhopal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy