মাকে কোনও ভাবেই শান্তি দেওয়া যাবে না। এমনই পণ নিয়ে ফেলেছে চিতাবাঘের ছোট্ট ছানা। মায়ের পাশে শুয়ে অনবরত খেলা করে যাচ্ছে সে। কিন্তু তার খেলার সঙ্গী চাই। তাই মায়ের উপরেই যত রাজ্যের চোটপাট শুরু করেছে চিতাবাঘের শাবক। কখনও মায়ের মুখে থাবা বসাচ্ছে, কখনও আবার ঘাড়ে উঠে পড়ার চেষ্টা করছে। সন্তানের আদরে অতিষ্ঠ হয়ে উঠেছে মা চিতাবাঘ। শেষমেশ সন্তানের গলা ধরে মাটিতে ফেলে দিল সে। সমাজমাধ্যমে এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ন্যাটজিয়োইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মা চিতাবাঘের সঙ্গে খুনসুটি করতে ব্যস্ত তার এক শাবক। তার দিয়ে ঘেরা একটি উন্মুক্ত খাঁচার ভিতর শাবককে নিয়ে বসে রয়েছে এক স্ত্রী চিতাবাঘ। কিন্তু বিশ্রাম করার জো নেই তার।
তার সন্তান ক্রমাগত খেলা করে চলেছে। কখনও তার মুখের উপর থাবা বসিয়ে আদর করছে। কখনও আবার ছোট্ট ছোট্ট পায়ে গায়ের উপর উঠে পড়ছে সে। এক বার সন্তানকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মা চিতাবাঘটি।
আরও পড়ুন:
ঠেলা খেয়ে পা উল্টে পড়ে গেল শাবকটি। কিন্তু তবুও সে হাল ছাড়ার পাত্র নয়। মায়ের গায়ের উপর ওঠার চেষ্টা শুরু করল সে। সেই সুযোগে সন্তানের ঘাড় ধরে মাটিতে উল্টে ফেলে দিল মা চিতাবাঘটি। তার পর মনের সুখে সন্তানকে জড়িয়ে আদরে ভরিয়ে দিল সে। শাবকটিও শুয়ে শুয়ে মন ভরে মায়ের আদর খেতে লাগল।