মেট্রোর থামে বিজ্ঞাপন দেওয়া আইনত অপরাধ। তা সত্ত্বেও রাস্তার ধারের থামে বড় পোস্টার লাগিয়ে নিজেদের পার্লারের বিজ্ঞাপন দিয়েছিল এক সংস্থা। তা দেখে চটে গেলেন এক পথচারী। বাইক চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিনি। মেট্রোর থামে পোস্টার লাগানো রয়েছে দেখে মাঝরাস্তায় বাইক থামিয়ে দিলেন তিনি। তার পর হেলমেট পরেই থামে উঠে পড়লেন। থামে উঠে পোস্টারটি ছিঁড়ে ফেললেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নাম্মা কোভাই’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ হেলমেট পরে রাস্তার ধারে মেট্রোর থামে উঠে পড়ছেন। থামে উঠে সেখানে লাগানো একটি পোস্টার ছিঁড়ে ফেলেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি মুম্বইয়ে ঘটেছে।
মুম্বইয়ের মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, সেই তরুণের নাম কার্তিক নাদর। মুম্বইয়ের বাসিন্দা তিনি। মেট্রোর থামে বিজ্ঞাপন দেওয়া আইনত অপরাধ। তা জেনেও মুম্বইয়ের এক পার্লার সংস্থার তরফে মেট্রোর থামে পোস্টার লাগিয়ে তাদের দোকানের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আইন অমান্য করার অপরাধে সেই সংস্থার বিরুদ্ধে জরিমানা ধার্য করেছেন মেট্রো কর্তৃপক্ষ। কার্তিক আদর্শ নাগরিক হিসাবে যে দায়িত্ব পালন করেছেন, তা নিয়েও প্রশংসা করেছে মুম্বই মেট্রো।