রাস্তার উপর ৫০০ টাকার ‘নোটবৃষ্টি’! রাতের অন্ধকারে সেই টাকা কুড়োতে ভি়ড় জমাল মানুষ। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার একটি রাস্তায় ঘটনাটি ঘটেছে। রাস্তার উপরে শয়ে শয়ে ৫০০ টাকার নোট পড়ে থাকতে দেখে তা কুড়োতে মানুষের ভিড় জমে যায়। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যানজটও বাধে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় ওই টাকা ব্যাগ থেকে পড়ে যায়। সেই টাকা কুড়োতেই ভিড় জমেছিল বলে খবর। কোখরাজ পুলিশের এক কর্তার কথায়, ‘‘প্রায় দেড় লক্ষ টাকা মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে।’’ এটি পরিকল্পিত ডাকাতির ঘটনা কি না, তা জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে শত শত ৫০০ টাকার নোট। সেই টাকা কুড়োচ্ছেন একদল মানুষ। তাঁদের কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অনেকে আবার চলতি গাড়ি থেকে নেমে টাকা কুড়োতে শুরু করেছেন। সব মিলিয়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে এলাকায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘মলিটিক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা।