ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। সংঘর্ষবিরতির পরে আবার ১৭ মে থেকে শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা। তবে এর মধ্যেই অন্য এক ‘আইপিএল’ চলেছে মথুরার জেলে। ব্যাট-বল হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন জেলবন্দিরা। জেলের অন্দরেই তাঁদের জন্য এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। সেই ক্রিকেট টুর্নামেন্টের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে।
আরও পড়ুন:
ভিডিয়োতে দেখা গিয়েছে, জেলের অন্দরে একটি মাঠে দল ভাগ করে ক্রিকেট খেলছেন বন্দিরা। ব্যাট-বলে মাতিয়ে দিয়েছেন তাঁরা। টুর্নামেন্ট শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। কৌশল নামে মথুরা জেলের বন্দি এক যুবক সেরা খেলোয়াড় নির্বাচিত হন। জেলবন্দি দুই যুবকের নাচের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বন্দিদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং জেল কর্তৃপক্ষকেও সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
মথুরা জেলের অন্দরে ক্রিকেট টুর্নামেন্ট প্রসঙ্গে জেল সুপারিনটেনডেন্ট অংশুমান গর্গ বলেন, ‘‘২০২৫ সালের এপ্রিলে বন্দিদের মধ্যে জেল প্রিমিয়ার লিগ প্রতিযোগিতা শুরু হয়েছিল। কারাগারের বিভিন্ন ব্যারাক থেকে মোট ৮টি দল তৈরি করে লিগে খেলানো হয়েছে।” তিনি আরও বলেন, ‘‘এর উদ্দেশ্য চার দেওয়ালের মধ্যে আবদ্ধ জীবনে কিছু মুহূর্তের জন্য স্বাধীনতার অনুভূতি দেওয়া। এটি কেবল একটি ম্যাচ নয়, এটি আশার জয়, আত্মবিশ্বাসের দৌড়। মাঠ একই, কিন্তু খেলোয়াড়েরা বদলে গিয়েছে।’’