জলের তলায় উল্টো হয়ে নাচ। আবার সোজা হয়ে হাত-পা-কোমর নাড়িয়ে একের পর এক কেরামতি! তরুণীর জলের তলার নাচ দেখার পর তাজ্জব বনে গেলেন নেটাগরিকেরা। জুটল ‘মাইকেল জ্যাকসন’-এর তকমাও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইমিং পুলের নীচে স্নানপোশাকে উল্টো হয়ে নাচছেন এক তরুণী। মাইকেল জ্যাকসনের কায়দায় নাচতে নাচতে আবার সোজা হয়ে যাচ্ছেন তিনি। নিখুঁত কায়দায় হাত-পা-কোমর দোলাচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কৃষ্টিমাকুশা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তরুণীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অদ্ভুত সুন্দর। এই প্রথম কাউকে জলের তলায় নিখুঁত ভাবে নাচতে দেখলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ তো মহিলা মাইকেল জ্যাকসন। অনেক এগিয়ে যান জীবনে।’’