দুপুরের খাওয়াদাওয়া সারতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গিয়েছিলেন ছাত্র-ছাত্রীরা। কেউ টেবিলে বসে ছিলেন, কেউ আবার ক্যান্টিনের কর্মীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই ঘটল অনর্থ। এক তরুণের মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ল। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘কুশ শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরা দিয়েছে। ক্যান্টিনে দুপুরের খাবার খেতে ঢুকেছিলেন এক তরুণ। টেবিলে খাবারের জন্য অপেক্ষা করছিলেন তিনি। উল্টো দিকের টেবিলে বসেছিলেন আরও দু’জন। ক্যান্টিনের কর্মীর সঙ্গে কথা বলছিলেন দুই তরুণ।
এই সময় ক্যান্টিনের সিলিং থেকে পাখা খুলে অপেক্ষারত তরুণের মাথায় পড়ে। তার পর ছিটকে মেঝের উপর পড়ে পাখার ব্লেড ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনাটি সম্প্রতি রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ঘটেছে। মাথার উপর ফ্যান খুলে পড়ায় ভয় পেয়ে যান তরুণ। চেয়ারে বসে বার বার মাথায় হাত দিয়ে দেখছিলেন, তাঁর রক্তপাত হয়েছে কি না। ভাগ্য সহায় থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তরুণ। সামান্য চোট পেলেও অক্ষত রয়েছেন তিনি।